ধীরাজ সাহু রাহুল গান্ধীর ঘনিষ্ঠ : মীনাক্ষী লেখি

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : ধীরাজ সাহু রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। তিনি শনিবার বিজেপি সদর দফতরে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন। কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাসস্থান থেকে ৩০০ কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি।

মীনাক্ষী লেখি তিনবারের রাজ্যসভার সদস্য ধীরাজ সাহুকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর খুব কাছের বলে কটাক্ষ করেছেন। এমনকি ধীরাজ সাহু হল কংগ্রেস দলের মুখ এবং চরিত্র বলেও তোপ দেগেছে বিজেপির মীনাক্ষী লেখি। শনিবার বিজেপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কংগ্রেসের রাজ্যসভার সদস্য ধীরাজ সাহুর কাছ থেকে ৩০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাসত্ত্বেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে এবিষয়ে নীরবতা পালন করছেন। এটা থেকে এটাই স্পষ্ট যে কংগ্রেস দুর্নীতির জন্মভূমিতে পরিণত হয়েছে। তিন দিন ধরে চলা অভিযানে এত টাকা পাওয়া গেছে যে আইটি দফতর ১৫৭টি ব্যাগ এনেছে এবং সেই ব্যাগও ওই টাকার অনুপাতে কম পড়েছে। নটি তাক ও টাকা গণনার মেশিন ব্যবহার করে আইটি আধিকারিকরা ক্লান্ত হয়ে পড়লেও নোটের কমতি হয়নি। এটাই কংগ্রেসের চাল, চরিত্র ও চেহারা। যেখানে তাদের মালিকানাধীন বা মদদপুষ্ট সরকার আছে সেখানেই এধরনের অনেক নেতাই তাদের নিজেদের ভাণ্ডার ভরাচ্ছেন। দলীয় হাইকমান্ডেরও নিশ্চয়ই এই টাকায় অংশ রয়েছে, তা না হলে এত টাকা আদায়ের সাহস কার ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *