ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।। জয়ের হ্যাট্রিক এডি নগর প্লে সেন্টারের। একইভাবে টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে চাম্পামুরা প্লে সেন্টারও জয়ের হ্যাট্রিক করে নিয়েছে। সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। তালতলা মাঠে এডি নগর প্লে সেন্টার ১২ রানের ব্যবধানে ক্রিকেট অনুরাগীকে পরাজিত করেছে। টস জিতে এডি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৪০ ওভারে আট উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ক্রিকেট অনুরাগী ১২০ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে তীর্থ চক্রবর্তী দশ রানে তিন উইকেট দখল করে ম্যাচের সেরা হয়। দলের পক্ষে শুভ্রজিত পালের অপরাজিত ৬৭ রান উল্লেখযোগ্য। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অপর খেলায় চাম্পামুরা কোচিং সেন্টার ৩২ রানের ব্যবধানে জিবি প্লে সেন্টারকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে চাম্পামুড়া কোচিং সেন্টার ১৭৪ রান সংগ্রহ করলে, জবাবে জিবি প্লে সেন্টারের ইনিংস ফুরিয়ে যায় ১৪২ রানে। বিজয়ী চাম্পামুরা প্লে সেন্টারের পক্ষে অর্পিত দেবনাথ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হয়। বিজিত জিবি প্লে সেন্টারের ঋদ্ধিমান দাস সর্বাধিক ৬৫ রান সংগ্রহ করে অপরাজিত ছিল।
2023-12-09