তেলেঙ্গানায় জাতীয় অনূর্ধ্ব-‌১৩ দাবায় দুরন্ত ত্রিপুরার আর্শিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।। দুরন্ত আর্শিয়া দাস। রবিবার শেষ রাউন্ডে জয় পেলে ত্রিপুরার ওই মহিলা কেন্ডেডেট মাস্টার দাবাড়ুটি প্রথম ৫ জনের মধ্যে স্থান করে নেওয়ার সম্ভাবনা প্রবল। আপাতত রয়েছে তৃতীয় স্থানে। সঙ্গে রয়েছে আরও ৯ জন দাবাড়ু। তেলেঙ্গানায় অনুষ্টিত অনূর্ধ্ব-‌১৩ জাতীয় দাবা প্রতিযোগিতায় বালিকা বিভাগে। শনিবার দশম রাউন্ডের খেলা শেষ হয়। ১০ রাউন্ড শেষে আর্শিয়ার পয়েন্ট সাড়ে ৭। এদিন কর্ণাটকের দাবাড়ু সিদ্ধি রাওকে (‌১৪৬৭) পরাজিত করে আর্শিয়া। রবিবার শেষ রাউন্ডে বিষ্ময় বালিকার আর্শিয়ার (‌১৭২৯) সামনে অন্ধ্রপ্রদেশের দাবাড়ু অমুক্থা গুনটাকে (‌১৫৩২)। শেষ রাউন্ডে জয় পাওয়া নিয়ে আশাবাদী আর্শিয়া। রাজ্যের অপর দাবাড়ু সমৃদ্ধি ‌ঘোষের পয়েন্ট ৫।‌‌