দিনহাটা, ৮ ডিসেম্বর (হি.স.): পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে তৃণমূল কর্মী খুনের অভিযোগে গ্রেফতার এক । গিতালদহের জারিধরলা গ্রামে তৃণমূলকর্মী বাবু হককে খুনের অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটার থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে । শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জারিধরলা গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হয় বাবু হক নামে এক তৃণমূল কর্মীর। ঘটনায় আহত হয় ৭ জন। ঘটনার পরই দুষ্কৃতীরা বাংলাদেশে পালিয়ে গিয়েছিল বলে পুলিশ জানিয়েছিল। সেই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে।
এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ওরা বিজেপি আশ্রিত দুষ্কৃতী। ভোটের আগে তৃণমূল কর্মীকে মেরে পালিয়েছিল। এরপর পুলিশের হাতে ধরা পড়েছে। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জয়দীপ ঘোষ বলেন, ‘সামনে লোকসভা নির্বাচন। তাই বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এসব করে লাভ হবে না।

