রাজ্যের গ্রামীণ এলাকায় চলেছে বিকশিত ভারত সংকল্প যাত্রা 

আগরতলা, ৮ ডিসেম্বর : কেন্দ্রীয় কল্যানমূলক প্রকল্প সম্পর্কে জন সচেতনতা বাড়ানো ও জন অংশীদারী বাড়ানোর উদ্দ্যেশে   রাজ্যের বিভিন্ন জেলা ও গ্রাম এলাকায় চলেছে বিকশিত ভারত সংকল্প যাত্রা | ভ্রাম্যমান সচেতনতা গাড়ি বা আই ই সি ভ্যান এর মাধ্যমে বিবিধ কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে তথ্য প্রচার সহ বিভিন্ন পরিসেবা শিবিরের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলায় গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে এই অভিযান চলছে| একইসাথে চলেছে রাজ্য সরকারের ‘প্রতি ঘরে সু শাসন অভিযানও’| এর মধ্য দিয়ে, কল্যানমূলক ও উন্নয়ন প্রক্রিয়ায় জন অংশীদারীত্বে এক নতুন উদ্দীপনার সঞ্চার করেছে| 

আজ বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা নিয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সিপাহীজলা জেলার বিশালগড় ব্লকের অধীন গকুলনগর পঞ্চায়েতের পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে ও লেম্বুতলি পঞ্চায়েতের জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ে। উভয় পঞ্চায়েতেই আই ই সি বা সচেতনতা ভ্যানের আগমনকে কেন্দ্র করে এলাকার জনসাধারনের মধ্যে বিশেষ উৎসাহ দেখা গেছে। একই সাথে আয়োজিত হয়েছিল ক্ষেত্রীয় পর্যায়ের প্রশাসনিক শিবির। এই অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উদ্যোগে পরিসেবা প্রদান শিবির এর আয়োজন করা হয়| স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। 

তাছাড়াও ছিল টি.বি রোগ নির্ণয়ের ব্যবস্থা। প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা বিতরণ করেন গৃহপালিত পশু পাখির ঔষধ। মৎস দপ্তর থেকে মৎস  চাষীদের বিতরণ করা হয় চুন। এছাড়া জেলা ও ব্লক প্রশাসনের উদ্যোগে আধার কার্ড, পি.আর.টি.সি, জন্ম-মৃত্যু ইত্যাদির শংসাপত্র পাওয়ার আবেদন। এই শিবর গুলোতে উপস্থিত ছিলেন উল্লেখিত পঞ্চায়েত গুলির নির্বাচিত প্রধান উপ-প্রধান সহ সদস্যরা। উপস্থিত ছিলেন বিশালগড় ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক নান্টু দেব, পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি সুব্রত ভৌমিক প্রমুখ।

আজ দক্ষিণ জেলার ঋষ্যমুখ ব্লকের রতনপুর  ও গাবুরছড়া  এডিসি ভিলেজেও অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সঙ্কল্প যাত্রাকে কেন্দ্র করে  বিকাশ মেলা। মেলায় বিভিন্ন দপ্তরের স্টলের সঙ্গে সঙ্গে ভ্রাম্যমান প্রচার গাড়ি বই পুস্তিকা সহ অডিও-ভিসুয়াল চিত্রের মাধ্যমে থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প সম্পর্কে জনগনকে অবহিত করা হয়৷ ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বকুল রানী দেবনাথ, ঋষ্যমুখ বিএসির চেয়ারম্যান সামুয়্যাল উচঁই, ব্লকের বিডিও রুদ্রদীপ নাথ প্রমুখ উপস্থিত ছিলেন দুইটি মেলায়৷ অনুরূপভাবে, বিলনিয়ার ভারতচন্দ্র নগর ব্লকের পশ্চিম কলাবাড়িয়া ও নেতাজী সুভাষ চন্দ্র নগর পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা| বিভিন্ন প্রকল্পের সম্ভাব্য সুবিধাভোগীরা এই অনুষ্ঠানে এসে প্রয়োজনীয় প্রকল্পের সুযোগ নিতে আবেদন পত্র জমা দেন | 

তেমনি, বহু মানুষ যারা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধে পেয়েছেন তাঁরা এই মেলায় এসে এসে তাঁদের সন্তোষ ব্যক্ত করেছেন| সাতচাঁদ ব্লকের দক্ষিণ ভুরাতলি পঞ্চায়েতে অনুষ্ঠিত বিকাশ মেলায় উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, সাতচাঁদ ব্লকের বিডিও অনুপম দাস সহ জন প্রতিনিধিরা। মেলায় উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা সহ ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পুতুল পাল বিশ্বাস ও ব্লকের বিডিও কাবেরী নাথ সহ ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *