নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): প্রতিষ্ঠার পর থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবিভিপি। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নতুন দিল্লিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৬৯-তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভাষা আন্দোলন হোক, শিক্ষা আন্দোলন হোক অথবা সংস্কৃতি সংরক্ষণে এবিভিপি সর্বদাই অগ্রণী।
এবিভিপি-কে শিক্ষা ব্যবস্থার সর্ববৃহৎ সংগঠন বলে অভিহিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার অপূর্ণতা দূর করার চেষ্টাই করে না, বরং শিক্ষার্থীদের চরিত্র গঠনেও সাহায্য করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদী অঙ্গীকার নিয়েছেন, আগামী ২৫ বছরে ভারত বিশ্বনেতা হয়ে উঠবে। শাহ বলেন, গত ১০ বছরে দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে দুর্নীতি, স্বজনপ্রীতি ও জাতিভেদ প্রতিস্থাপিত হয়েছে।

