আজ থেকে কোচবিহার ট্রফির মুম্বাই ম্যাচ ঘরের মাঠে জয়ের লক্ষ্যে মরিয়া ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। আবহাওয়া কিন্তু পক্ষে নেই। চূড়ান্ত প্রস্তুত ত্রিপুরার ক্রিকেটাররা। সফরকারি মুম্বাই দলের খেলোয়াড়রাও প্রস্তুত। তবে শেষ দিনের প্রস্তুতি হিসেবে আজ, বৃহস্পতিবার আউটডোর প্র্যাকটিসে কিছুটা ছন্দপতন ঘটেছে। দিনভর ইলশেগুঁড়ি বৃষ্টি নিয়মিত প্র্যাকটিসে বিঘ্ন ঘটিয়েছে। আগামীকাল সকাল সাড়ে আটটায় নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ড আদৌ খেলার উপযুক্ত হয়ে উঠবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে অনিশ্চিত আবহাওয়া, অনিশ্চিত ক্রিকেটকে অনিশ্চয়তার মধ্যে রেখেই এগোচ্ছে। বিসিসিআইয়ের ম্যাচ ব্যবস্থাপনা্য দায়িত্বে থাকা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু পুরোপুরি প্রস্তুত। কোচবিহার ট্রফিতে ত্রিপুরার চতুর্থ ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে। খেলা আগরতলার নরসিংগড়স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। খেলা হবে আগামীকাল থেকে। চার দিনের ম্যাচ।  নির্ধারিত ১১ ডিসেম্বর পর্যন্ত । গ্রুপ লীগে দুই দলেরই চতুর্থ ম্যাচ। প্রথম দুই ম্যাচে ইনিংসে হারার পর তৃতীয় ম্যাচে ড্র হলে প্রথম ইনিংসে পিছিয়ে থাকায় এক পয়েন্ট পেয়ে গ্রুপ লিগে একেবারে সর্বশেষ স্থানে ত্রিপুরা রয়েছে। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে চার দিনের ম্যাচে এ ধরনের পরাজয় ত্রিপুরার পক্ষে এক প্রকার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। প্রথম দুই ম্যাচে চন্ডিগড় ও বিদর্ভের বিরুদ্ধে ইনিংস সহ একপ্রকার গো-হারা হারের পর তৃতীয় ম্যাচে গোয়ার সঙ্গে অমীমাংসিত খেলায় ১ পয়েন্ট পেয়েছিল। তিন ম্যাচ থেকে ১৪ পয়েন্ট পেয়ে কোশেন্টের নিরিখে দ্বিতীয় শীর্ষে থাকা মুম্বাইয়েরও ইচ্ছে রয়েছে সফরকালে ত্রিপুরাকে ঘরের মাঠেই চাপে রেখে পুরো পয়েন্ট কুড়িয়ে নিতে। আগামীকাল থেকে ম্যাচ। মাঠে কি হয়, আবহাওয়া কেমন থাকে, এখন তাই দেখার বিষয়।