কটক, ৭ ডিসেম্বর (হি.স.): ওডিশার কটক স্টেশনে আগুন লাগল ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেসে (১২০৭৪)। ট্রেন থেকে ধোঁয়া নিৰ্গত হওয়ায় বৃহস্পতিবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে কটক স্টেশনে। দমকল কর্মীরা অতি তৎপরতার সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন, আগুন নিভে যাওয়ার পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি।
ভুবনেশ্বর থেকে পশ্চিমবঙ্গের হাওড়া যাচ্ছিল ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস, ট্রেনটি কটক স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে একটি বগির নীচে আগুন দেখতে পাওয়া যায়। দ্রুত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি বলে জানা গিয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রেক বাইন্ডিং-এর সমস্যার কারণে আগুন লেগেছে। সৌভাগ্যক্রমে ট্রেনটি যখন স্টেশনে এসে পৌঁছয়, তখনই আগুনের সূত্রপাত হয়েছিল, তাই দমকল কর্মী এবং আরপিএফ কর্মীরা জরুরি পরিস্থিতির সঙ্গে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
একজন যাত্রী বলেছেন, “ট্রেনটি সকাল ৬.৩৫ মিনিটে কটক স্টেশনে পৌঁছয়। ট্রেনের নীচ থেকে ধোঁয়া বের হতে দেখে দমকল কর্মীরা প্ল্যাটফর্মে ছুটে আসেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সমস্ত যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে প্রায় ৩০ মিনিট লেগেছিল।” রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং ফায়ার সেফটি টিমের কাছ থেকে একটি পুঙ্খানুপুঙ্খ চেক-আপ এবং অনুমতির পর ট্রেনটি কটক স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

