শিলিগুড়ি, ৭ ডিসেম্বর (হি. স.) : নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে এক অটো চালককে গ্রেফতার করেছে শিলিগুড়ির প্রধান নগর থানা পুলিশ। ধৃত অটো চালকের নাম সমীর রাহা।
বৃহস্পতিবার প্রধান নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানার আওতাধীন এলাকায় মাদক পাচারের গোপন খবর পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় এবং সন্দেহের ভিত্তিতে একটি অটো তল্লাশি করা হয়। তদন্তে অটো থেকে ৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। অটো চালক সমীর রাহাকে এনডিপিএস আইনে মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

