আহমেদাবাদ, ৭ ডিসেম্বর (হি. স.) : আহমেদাবাদ-কচ্ছ মহাসড়কের ধ্রাঙ্গধরা বাইপাসের কাছে বৃহস্পতিবার ভোরে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে। আরও ২ জন আহত হয়েছে। আহতদের সুরেন্দ্রনগর জেলার ধ্রাংধরা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই মোরবি জেলার হালভাদের গোলসানের বাসিন্দা বলে জানা গেছে। একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটেছে।
তথ্য অনুযায়ী, মরবি জেলার হালভাদ তহসিলের গোলসান গ্রামের ৬ যুবক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সুরেন্দ্রনগর জেলার ধ্রাংধরা তহসিলের নারাদি গ্রামে গিয়েছিল। বুধবার গভীর রাতে ৬ বন্ধুরা সবাই গাড়িতে করে হোটেলে খাবার খেতে যায়। বৃহস্পতিবার ভোরে সবাই হালভাদের দিকে বাড়ি ফিরছিলেন। সেই সময় গাড়ির চালক এক যুবক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, গাড়িটি ডিভাইডার থেকে লাফিয়ে সামনে থেকে আসা পণ্যবাহী গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা তিন যুবক ঘটনাস্থলেই মারা যান, আর এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িতে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছে, যাদেরকে ধ্রাংধরা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে অ্যাম্বুলেন্স ও ধ্রাংধরা থানা পুলিশকে খবর দেওয়া হয়। আহতদের অ্যাম্বুলেন্সে করে ধ্রাংধরা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৃতদের নাম কারশান ঠাকুর, কিরণ ঠাকুর, কানা ভূপতভাই ঠাকুর, উমেশ ঠাকুর। আহতদের নাম অমিত ঠাকুর ও কানা রায়ধনভাই ঠাকুর।