কোচবিহার, ৬ ডিসেম্বর (হি.স.): কোচবিহারের চ্যাংড়াবান্ধায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা। আটক বাংলাদেশিদের নাম লিটন দাস (৪০) ও অতুল চন্দ্র সাগর (২৮)।
জানা গেছে, চ্যাংড়াবান্ধা এলাকায় ভিআইপি মোড়ের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ে এই দুজন। তদন্ত শেষে ওই দুই বাংলাদেশি জানান, ব্যক্তিগত স্বার্থে তারা দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের বেড়াবিহীন এলাকায় দালালদের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। ধৃত দুই বাংলাদেশীকে বাজেয়াপ্ত সামগ্রী সহ তদন্তের জন্য খলিলগঞ্জ থানায় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।