পর পর দুটি যান দুর্ঘটনায় আহত তিন, আতঙ্কে বিশালগড়

 নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ ডিসেম্বর : আজ পর পর দুটি দুর্ঘটনায় বিশালগড়ে আহত হয়েছেন তিনজন।
বুধবার এগারোটা নাগাদ বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন আগরতলা সাব্রুম জাতীয় সড়কে বাইক ও মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন বাইক চালক।  জানা যায় টিআর০৭-এ-৯২৩০ নাম্বারের একটি অ্যাপাচি বাইক নিয়ে চালক লাকি চৌধুরী(১৯) দ্রুত গতিতে বিশালগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। জাঙ্গালিয়া এলাকায় আসার পর টিআর০১-এআর-১৮০১ নম্বরের মাল বোঝাই লরিকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
লরি এবং  বাইকের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে বাইক চালক লাকি। সংঘর্ষে বাইক ও লরি গাড়ির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা।

দমকল কর্মীরা আহতকে উদ্ধার করে  বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান ট্রাফিক পুলিশসহ সহ প্রত্যক্ষদর্শীরা।

এই দুর্ঘটনার কয়েকঘন্টা পরেই বিশালগড় বাইপাস এলাকায় আবারো এক বিকট শব্দে আঁৎকে উঠেন পথ চলতি মানুষ। আনুমানিক দুপুর দেড়টা নাগাদ রোগী নিয়ে বাড়ি যাওয়ার পথে গাড়ি চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাগ্ৰস্ত হয় টিআর০৩-এন-০২৫০ নাম্বারের  একটি গাড়ি।

বিশালগড় বাইপাস সড়কে  গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে অল্পতে রক্ষা পায় গাড়িতে থাকা রোগী সহ তার আত্মীয় পরিজন।
ঘটনার বিবরণে জানা যায়  চালক গৌতম দেবনাথ জিবি হাসপাতাল থেকে রোগী নিয়ে উদয়পুরে যাওয়ার পথে  বাইপাস সড়কে আসতেই চালকের চোখে ঘুম এসে যায়। ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উদয়পুর থেকে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার পথে টিআর০১-এইউ-১৬৩১ নাম্বারের লরিতে সজোরে ধাক্কা দেয় সে। এতে বিকট শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে । মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে অল্পেতে রক্ষা পায় যাত্রীবাহী গাড়িতে থাকা রোগী সহ অন্যান্য যাত্রীরা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। তবে ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা হয়েছে বলে নিজে স্বীকার করেছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক গৌতম দেবনাথ। পরপর দুটি যান দুর্ঘটনায় আজ বিশালগড় জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।