নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে আচমকাই দিল্লি সফরে এলেন রেবন্ত রেড্ডি। দিল্লিতে এসে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, দলের সাংসদ রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরার সঙ্গে সাক্ষাৎ করেন রেবন্ত রেড্ডি। ৭ ডিসেম্বর, বৃহস্পতিবারই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠান কী উপস্থিত থাকবেন, বুধবার সংসদ চত্বরে এই প্রশ্নের মুখোমুখি হন সোনিয়া গান্ধী। উত্তরে তিনি জানান, “সম্ভবত হ্যাঁ”। বৃহস্পতিবার হায়দরাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেবন্ত রেড্ডি। সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও দেখা করেছেন রেবন্ত রেড্ডি। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন রেবন্ত রেড্ডি।