হাওড়া, ৬ ডিসেম্বর (হি.স.): হাওড়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল হাওড়ামুখী বাগনান লোকাল। বুধবার সকালে ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার কাছে। অফিস টাইমে লোকাল ট্রেন বেলাইন হওয়ার ঘটনায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। লোকাল ট্রেন বেলাইন হলেও হতাহতের কোনও খবর নেই।
হাওড়া স্টেশন সংলগ্ন টিকিয়াপাড়া কারশেডের কাছে বাগনান থেকে হাওড়াগামী লোকাল লাইনচ্যুত হয়ে যায়। হাওড়া স্টেশনের প্লাটফর্মে ঢোকার কিছুটা আগে ১৪ নম্বর প্লাটফর্মের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর পর ট্রেনে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে রেললাইন ধরে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে স্টেশনের দিকে এগিয়ে আসেন। অফিসের সময়ে ট্রেন লাইনচ্যুত হওয়ায় সমস্যায় পড়েন বহু নিত্যযাত্রী।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাগনান থেকে হাওড়া আসার একটি লোকাল ট্রেনের পাঁচ নম্বর বগিটি লাইনচ্যুত হয়েছে। যার ফলে এই দিকের লাইনে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।