বিজয় হাজারে : শেষ ম্যাচে পন্ডিচেরি জয় হলেও মূলপর্ব অধরা ত্রিপুরার

ত্রিপুরা-‌১৬০(৪৭.৩)

পন্ডিচেরি-‌১৩৫(৪০.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। জয় দিয়ে আসর শেষ করলো ত্রিপুরা। বিক্রম দেবনাথের অলরাউন্ড পারফরম্যান্সে। ২৫ রানে পরাজিত করলো পন্ডিচেরি কে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর আলোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার গড়া ১৬০ রানের জবাবে পন্ডিচেরি ১৩৫ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার বিক্রম দেবনাথ প্রথমে ব্যাট হাতে ৭৫ রান করার পর বল হাকে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ৭ ম্যাচ খেলে ৪ টি ম্যাচে জয় পেয়ে ১৬ পয়েন্ট নিয়ে আসর শেষ করলেন মণিশঙ্কর মুড়াসিং-‌রা। ম্যাচটি নিয়ম রক্ষার হওয়ায় মঙ্গলবার রিজার্ভ ব্যাঞ্চের বেশ কয়েকজনকে দেখে নেওয়ার জন্য প্রথম একাদশে খেলান ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। এদিন জয় পাওয়ায় রণজি আসর শুরু হওয়ার আগে মনোবল অনেকটাই বাড়িয়ে নিলেন রজত দে-‌রা। আসরে ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান সাহা-‌কে অতিতের ছায়া মনে হয়েছে। ১ টি ম্যাচে ৩৪ রান করলেও বাকি ৬ ম্যাচে ইকছুই করতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন ওই উইকেট রক্ষক ব্যাটসম্যানটি। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরু থেকেই খাদের কিনারায় পৌঁছে যায় ত্রিপুরা। দলের প্রথম সারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় শুরু থেকেই চাপে পড়ে যায় ত্রিপুরা। মিডল অর্ডারে অলরাউন্ডার বিক্রম দেবনাথ যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে ত্রিপুরার স্কোর ১০০ রানের গন্ডি হয়তোবা পার হতো না। ত্রিপুরা ৪৭.‌১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান করে। দলের পক্ষে বিক্রম দেবনাথ ১০০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৭৫ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে অর্জুন দেবনাথ ৪৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, মণিশঙ্কর মুড়াসিং ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং সুদীপ চ্যাটার্জি ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। পন্ডিচেরীর পক্ষে গৌরব যাদব ২৩ রান দিয়ে ৩ টি, নীতিন পণভ ভি ১৫ রান দিয়ে এবং ফাবিদ আহমেদ ৩৫ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে ১৩৫ রানে গুটিয়ে যায় পুদুচেরী। দলের পক্ষে ওপেনার আকাশ কারঘাবে ৭৭ বল খেলে ৬ টি বাঊউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ এবং আকাশ ৪৮ বল খেলে ২ টি বাঊউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং ২৩ রানে, বিক্রম দেবনাথ ২৬ রানে ৩ টি করে এবং অভিজিৎ সরকার ২৬ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন।