রাজ্য জুনিয়র টেনিস টুর্নামেন্টে এন্ট্রি আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।।আগামী ১০ ও ১৭ ডিসেম্বর জুনিয়র স্টেট মিট টেনিস ও অরুনকান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুলভিত্তিক টেনিস প্রতিযোগিতা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ, মঙ্গলবার ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের এক কার্যকরি কমিটির সভায় এই দুটো টুর্নামেন্টের দিনক্ষন স্থির হয়। প্রতিযোগিতায় খেলতে ইচ্ছুক প্লেয়াররা আগামী ৮ ই ডিসেম্বর এর মধ্যে চিন্ময় দেববর্মার কাছে নাম জমা দিতে বলা হচ্ছে। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন