প্রতিবেশীর মধ্যে মারধোরের ঘটনায় আহত এক, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ ডিসেম্বর : কৈলাসহর হালাই বস্তি চা বাগান এলাকায় মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। এই ঘটনায় আজ কৈলাসহর থানা ও কৈলাসহর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদে প্রকাশ, ওই এলাকার বাসিন্দা রাজু ছেত্রী নামে এক যুবক গতকাল রাত্রিবেলা ওই একই এলাকার বাসিন্দা বিপিন ভড় নামে এক ব্যক্তির দোকানে কিছু কিনতে গিয়েছিল।

তখনই আচমকা বিপিন ভর এসে অকারনে রাজু ছেত্রীর কানের মধ্যে সজোরে আঘাত করে বলে অভিযোগ। এতে তার কানের মধ্যে গুরুতরভাবে আঘাত লাগে। তারপর রাজু ছেত্রী তার নিজ ঘরে চলে আসে। পরবর্তী সময় রাজু ছেত্রীর স্ত্রী বিশ্বমতি দেববর্মা, তার স্বামীকে কেন মারল সেই কথা জিজ্ঞাসা করতে আজ সকাল বেলা বিপিন ভরের বাড়িতে যায়। যাবার পরই নাকি বিপিন ভর বিশ্বমতি দেববর্মাকে একটি কাঠের টুকরো দিয়ে বেধড়কভাবে মারধর করেছে।

যার ফলে গুরুতরভাবে আহত হয়েছেন বিশ্বমতি দেববর্মা। উক্ত বিষয় নিয়ে আজ কৈলাসহর থানায় বিপিন ভরের বিরুদ্ধে রাজু ছেত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করে। অন্যদিকে রাজু ছেত্রীর স্ত্রী বিশ্বমতি দেববর্মা বিপিন ভরের বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে কি কারণে বিপিন ভর এভাবে রাজু ছেত্রী এবং তার স্ত্রীকে মারধুর করল তা এখনোও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।