BRAKING NEWS

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর : মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু’র সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী এদিন ত্রিপুরা সরকারের পর্যটন, পরিবহন এবং খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের চলমান বিভিন্ন কর্মকান্ড ও পরিকল্পনা সম্পর্কে রাজ্যপালকে সবিস্তারে অবগত করেছেন বলে জানা গেছে।
রাজ্যপাল মন্ত্রী সুশান্ত চৌধুরীর অধীন দপ্তরগুলোর মাধ্যমে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনার তরফ থেকে পর্যটন মন্ত্রীকে মূল্যবান পরামর্শ প্রদান করেছেন এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *