নাচের তালে তাল মিলিয়ে অতিথিদের পাশে মমতা

কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে সলমন খানের সঙ্গে পা মেলাতে দেখা গেল মহেশ ভট্ট, অনিল কপূরদের। বসে রইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালে তাল মিলিয়ে অতিথিদের পাশে দেখা গেল তাঁকেও। সব মিলিয়ে সুরে-ছন্দে জমজমাট হয়ে ওঠে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান।

মঞ্চে বসে ছিলেন অনিল কপূর, মহেশ ভট্ট, সলমন খান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা। মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানমঞ্চে যেন চাঁদের হাট। হঠাৎ চোখের ইশারায় সোনাক্ষীর দিকে কী যেন ইঙ্গিত করলেন ‘ভাইজান’। চোখে দুষ্টুমির হাসি।

এগিয়ে এলেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া। উঠে পড়লেন সোনাক্ষী-শত্রুঘ্ন। সরে দাঁড়ালেন সৌরভ। এমনকি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন বলিউডের প্রবীণ পরিচালক মহেশ ভট্টও। দর্শকাসনেও চাঞ্চল্য। মোবাইলের ক্যামেরা ‘অন’ করেছেন অনেকে। আচমকাই ‘দিদি’-র দিকে এগিয়ে গেলেন ‘ভাইজান’। হাত বাড়িয়ে দেন মহেশ ভট্ট।

অতঃপর ‘ভট্টসাব’ এবং ‘সলমনের’ হাত ধরে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন তৃণমূলনেত্রী। পাশে চলে আসেন অনিল কপূর। বিনোদন জগতের তারকারা যখন সুর-তালে ছন্দ মিলিয়ে নাচ করছেন, তখন তাঁদের পাশে দেখা গেল তৃণমূলনেত্রীকেও। পা মেলান তিনি। মুহূর্তের মধ্যে দর্শকাসন থেকে উঠে দাঁড়ান সকলে। ‘ভাইজান’ আর ‘সোনাক্ষী সিনহা’ পাশাপাশি দাঁড়িয়ে ‘দাবাং’ -র ‘সিগনেচার’ স্টেপ করছেন। নেতাজি ইনডোরের তখন ভরপুর উদযাপনের মেজাজ।

প্রকাশ্যে নাচের ছন্দে পা মেলাতে আগেও দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। এর আগে, গত অগাস্টে, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সময়ও মাদলের তালে নাচে অংশ নিয়েছিলেন তিনি। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসে যোগ দিয়েছিল স্কুল পড়ুয়ারাও। তাদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলনেত্রী। ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়াদের আদর করেন, কথাও বলেন। আদিবাসীদের সঙ্গে নিজে হাতে মাদল বাজাতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।

তার পর, গত সেপ্টেম্বরে, ধনধান্য অডিটোরিয়ামে মহাবীর জৈনের নির্বাণ দিবস উপলক্ষেও ডান্ডিয়া নাচে পা মেলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। নাচের পর চেনা মেজাজে মুখ্যমন্ত্রী বলেন, ‘কী সুন্দর ডান্স করল বহিন লোগ। আমি আজ ডান্ডি নাচে পায়ে মিলায়া। আমি আজ দেখা, আজই শিখা, আজই ডান্স কিয়া।’

এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চেও অন্য মেজাজে দেখা গেল তাঁকে।