আগরতলা, ৫ ডিসেম্বর: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হয়েছেন একজন পুলিশ কনস্টেবল সহ তিন কলেজ পড়ুয়া।বিশালগড় বাইপাস সড়ক সংলগ্ন এলাকার স্হানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছিলেন।দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গিয়েছেন।
জনৈক দমকলকর্মী জানিয়েছেন,আজ সকালে বিশালগড় বাইপাস সড়ক সংলগ্ন এলাকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।তাতে গুরুতর আহত হয়েছে চারজন।আহতদের মধ্যে এক জন পুলিশ কনস্টেবল ও বাকি তিনজন কলেজ পড়ুয়া ছিলেন।এলাকাবাসী বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন।দমকলকর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যান।বর্তমান চারজন হাসাপাতালে চিকিৎসাধীনে আছেন বলে জানান তিনি।

