শিক্ষিক স্বল্পতার কারণে অঙ্গনওয়ারি কেন্দ্রে তালা ঝুলালেন অভিভাবকরা

আগরতলা, ৫ ডিসেম্বর : শিক্ষিক স্বল্পতার কারণে অঙ্গনওয়ারি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেল কাজলা বড়ঢেপা অঙ্গনওয়ারি কেন্দ্রে গত সাত মাস যাবত শিক্ষিকা নেই। পূর্বের শিক্ষিকা অবসরে যাওয়ার পর এখনো পর্যন্ত কোনো শিক্ষিকা নিয়োগ করা হয়নি কেন্দ্রে। কেন্দ্রের সহকারীকে দিয়ে পরিচালনা করা হচ্ছে এই অঙ্গনওয়ারি কেন্দ্রটি।

আরও অভিযোগ, এবিষয়ে একাধিকবার স্থানীয়দের তরফে পঞ্চায়েতে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আজ এবাধ্য হয়ে অভিভাবকরা ওই অঙ্গনওয়ারি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে।