বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর (হি.স.): চন্দ্রযান-৩-এ নতুন সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের কক্ষপথে পাঠানো চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ইসরোর তরফে এমনটাই জানানো হয়েছে। এই প্রোপালশন মডিউলে ভর করেই চাঁদে পৌঁছেছিল বিক্রম ল্যান্ডার। বিক্রমের অবতরণের পর, এতদিন চাঁদের কক্ষপথেই ঘুরছিল ওই প্রোপালশন মডিউলটি। লক্ষ্যে সফল হওয়ার পর, এবার চন্দ্রযান-৩-এর এই অংশটিকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনলেন ইসরোর বিজ্ঞানীরা।
ইসরো এদিন এক্স হ্যান্ডেলে জানিয়েছে, চন্দ্রযান-৩-এর প্রপালশন মডিউল সফলভাবে মিশন শেষ করে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে। বিক্রম ল্যান্ডারকে চাঁদের এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে নিয়ে যাওয়ার পর এটি ইসরোর আরেকটি অর্জন। ইসরো আসন্ন মিশনগুলির জন্য কাজ করছে, যার জন্য সফ্টওয়্যার প্রস্তুত করা হচ্ছে। উল্লেখ্য, গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩।
চাঁদে সফল ল্যান্ডিংয়ের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। বিজ্ঞানীদের প্রত্যাশার থেকেও বেশি কাজ করেছে। লক্ষ্য পূরণ হওয়ার বিজ্ঞানীরা দেখেন প্রোপালশন মডিউলের অনেকটা জ্বালানি বেঁচে গিয়েছে। ইসরোর বিজ্ঞানীরা এই জ্বালানি ব্যবহার করে প্রোপালশন মডিউলের আয়ু বাড়ানোর সিদ্ধান্ত নেন। তারপর থেকে চাঁদের কক্ষপথেই ঘুরছিল এটি। বেঁচে যাওয়া জ্বালানিকে ভবিষ্যতের চন্দ্র অভিযানে কাজে লাগানোর পরিকল্পনা শুরু হয়। এরপর প্রোপালশন মডিউলকে চাঁদ থেকে পৃথিবীতে ফিরিয়ে আনতে বিজ্ঞানীরা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন। উদ্দেশ্য ছিল যাতে পৃথিবীর জিও বেল্টের সঙ্গে ধাক্কা না লেগে যায় এই প্রোপালশন মডিউলটির। ধাক্কা লেগে গেলে যন্ত্রটি নষ্ট হয়ে যাওরার সম্ভাবনা থাকত। এর জন্য আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল ইসরোর তরফে।

