নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর : ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে এবং শিশু সারথি গৌহাটি আসাম এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ডে অফ পারসন্স উইথ ডিজেবিলিটি ২০২৩ শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে আজ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডিরেক্টর স্মিতা মল এম এস, ডেপুটি কমিশনার অফ ডিজেবিলিটি অচিনতম কিলিকদার, ডেপুটি ডিরেক্টর শিশু সারথি অম্বালিকা সেনাপতি এবং ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার শ্রীলেখা রায় প্রমূখ।
শুরুতেই আগত অতিথিদের বরণ করে অনুষ্ঠানের গুরুত্ব বিশ্লেষণে স্বাগত ভাষণ রাখেন ভ্যাটের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার শ্রীলেখা রায়। বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডিরেক্টর স্মিতা মল এম এস প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজ্য ভিত্তিক এই জাতীয় আলোচনা চক্রকে সফল করার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন এই ধরনের আলোচনা চক্র সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানায়।ওয়ার্কিং সেশনে শিশু সারথির অম্বালিকা সেনাপতি অ্যাক্সেসিবেল বিল্ট এনভায়রনমেন্ট এর উপর বিস্তারিত আলোচনা করেন। প্রত্যেক দপ্তরের আধিকারিকদের স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে আলোচনার উদ্দেশ্যটি তার পূর্ণতা লাভ করে। এদিনের অনুষ্ঠানে
আরবান ডিপার্টমেন্ট, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, পি ডব্লিউ ডি, আর ডি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং হাউসিং বোর্ডের বিভিন্ন আধিকারিকরা আলোচনা চক্রে উপস্থিত থেকে আলোচনা করেন। শেষে ডেপুটি কমিশনার অফ ডিজেবিলিটি অচিন্তম কিলিকদার ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে আলোচনা চক্রের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।