আগরতলা, ৪ ডিসেম্বর : মিজোরামে ১টি আসনে জেডপিএম জয়ী হয়েছে। পাশাপাশি, ২৫টি আসনে দল এগিয়ে রয়েছে। তাতে স্পষ্ট, মিজোরামে ক্ষমতার পরিবর্তন হচ্ছেই। এমএনএফ এই মুহুর্তে মাত্র ৯টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ৩টি এবং কংগ্রেস মাত্র ১টি আসনে এগিয়ে রয়েছে। 2023-12-04