নিম্নমানের কাজ প্রমাণিত হওয়ায় ধলাই নদীর উপর নির্মিয়মান পাকা সেতুর কাজ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ৪ ডিসেম্বর : নিম্নমানের কাজ প্রমাণিত হওয়ায় ধলাই নদীর উপর নির্মীয়মান পাকা সেতুর কাজ বন্ধ করে দেওয়া হল। শাসক ও সি পি আই এম উভয় দলের পক্ষ থেকে এই সেতুটির কাজ যাতে ভালো হয় তারা তার জন্য প্রতিবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস এই সেতু পরিদর্শন করে নিম্নমানের কাজের অভিযোগ করেছিলেন। এ বিষয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে ধলাই জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার বলেন উনি সেতুর ছবি পেয়ে ডিএম-র গোচরে নেন ডিএম সাহেব এডিএমকে পাঠান সাথে ইঞ্জিনিয়াররাও ছিলেন। তিন চার দিন আগে আবার প্রধানের কাছ থেকে অনাদি বাবু ছবি পান এবং উনি আবার জেলা শাসকের গোচরে এই বিষয়টি নিয়েছেন বলে জানিয়েছেন।

জেলা শাসক কতৃপক্ষকে জানান এবং এন এইচ আই ডি সি এল ‘র এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার এসে সেতুর এই অংশে নির্মাণ কাজে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন।

তবে নির্মাণ সংস্থা  সাহুজি কনস্ট্রাকশন এর দাবি তাদের কাজ খারাপ হয়নি। তাদের মেশিনের চাপে সেতুর দেওয়াল ভেঙেছে। যদিও এই  কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যাই হোক এন এইচ ডি সি এল ‘র এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার এসে ধলাই নদীর পশ্চিম তীরের একাংশ সেতুর কাজ বাতিল বলে ঘোষণা করেছেন। এদিনের পরিদর্শনকালে সঙ্গে ছিলেন দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান স্বপন কুমার দাস। প্রশাসনের এধরনের উদ্যোগে খুশি ব্যক্ত করেছেন স্থানীয়রাও। সঠিকভাবে অতিসত্তর এই সেতু নির্মাণের কাজ সম্পন্ন হোক, এমনই দাবি জনগনের।