কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.) : তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণের মাত্রা বাড়িয়েছে বিজেপি। সোমবার ধর্মতলায় আম্বেদকরের মূর্তির সামনে একটি সভা থেকে আক্রমণের সুর তোলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
তিন রাজ্যের ফলের পরেই সাঁড়াশি আক্রমণের হুংকার দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার থেকেই তার ট্রেলার দেখানো শুরু করে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বিধানসভা থেকে সাসপেন্ড করার কারণে শুভেন্দু এদিন ধর্মতলায় বি আর আম্বেদকরের মূর্তির সামনে প্রতিবাদ সভার আয়োজন করেন শুভেন্দু অধিকারী। এদিনের মঞ্চ থেকেই তাঁর হুঙ্কার, ‘উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের প্রচারে গিয়ে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছিলেন, আপনারা যোগীকে হটিয়ে দিন, আমি কেন্দ্র থেকে মোদীকে হটাবো। আরে মোদীকে হটাতে গেলে ৫ বার আপনাকে জন্মগ্রহণ করতে হবে। আগে তো আমার সঙ্গে লড়ে দেখুন।’ এর পরেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের বিষয়টি উল্লেখ করেন তিনি।
লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচনকে সেমিফাইনাল বলে ধরে নেওয়া হয়েছিল রাজনৈতিক মহলে। সেখানেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিপুল জয়লাভ করেছে বিজেপি। কংগ্রেসের ভরাডুবি হয় তিন রাজ্যে। ইন্ডিয়া জোট প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এমত অবস্থায়, এ রাজ্যেও ‘সাঁড়াশি আক্রমণ’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।