পশ্চিম ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত; মৃত ১১, নিখোঁজ ১২ জন

জাকার্তা, ৪ ডিসেম্বর (হি.স.): পশ্চিম ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে রবিবার থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। তার জেরে এখনও পর্যন্ত ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন ১২ জন। ইতিমধ্যেই ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, রবিবার রাতভর তল্লাশি চালিয়ে মৃত এবং জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভয়াবহ অগ্নুৎপাতের কারণে ইতিমধ্যে আশেপাশের এলাকা খালি করে দিয়েছে প্রশাসন। সুমাত্রা দ্বীপের মাউন্ট মারাপি পর্বতে রবিবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। মাউন্ট মারপি পর্বতের শৃঙ্গের উচ্চতা ২৮৯১ মিটার। সেখানে অগ্ন্যুৎপাতের পর আকাশ ঢেকে যায় ধোঁয়ায়। ৩ কিলোমিটার অবধি দেখা গিয়েছে ধোঁয়া। অগ্ন্যুৎপাতের জেরে আশেপাশের গ্রামগুলিতে ছাই ছড়িয়ে পড়ে। প্রাণহানির আশঙ্কায় আশেপাশের গ্রামবাসীদের সেখান থেকে সরানো হয়েছে। পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুল মালিক জানিয়েছেন, শনিবার থেকে পাহাড়ে মোট ৭৫ জন পর্বতারোহী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *