আগরতলা, ৪ ডিসেম্বর: আত্মবিশ্বাসী হয়ে কংগ্রেসের এককভাবে লড়াই করার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। আজ চার রাজ্যের বিধানসভা নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এমনটাই বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জীতেন্দ্র চৌধুরী।
তাঁর কথায়, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট হয়নি। নির্বাচনে ওই রাজ্যগুলিতে কংগ্রেস চেয়েছিল এককভাবে লড়াই করতে আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে বিজেপি।
এদিন শ্রী চৌধুরী বলেন, পাঁচ রাজ্যের ফলাফলের প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না। কারণ, লোকসভা নির্বাচনে ইস্যু আলাদা, কর্মসূচিও ভিন্ন। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে ঐক্যভাবে লড়াই করতে হবে। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের এই হোঁচট খাওয়া লোকসভা নির্বাচনে কাজে লাগবে বলে দাবি করেন তিনি।