উত্তর কাশ্মীরে বারামুল্লায় আগুনে ভস্মীভূত ৫টি বাড়ি, পুড়ল একটি ফার্নিচারের ফ্যাক্টরিও

শ্রীনগর, ৪ ডিসেম্বর (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ৫টি বাড়ি। এছাড়াও একটি ফার্নিচারের ফ্যাক্টরিও পুড়ে গিয়েছে। রবিবার রাতে বারামুল্লা জেলার শেরবাগ কানলিবাগ এলাকায় একটি আসবাবপত্র কারখানা এবং পাঁচটি আবাসিক বাড়ি পুড়ে গিয়েছে। রাত ৯.৩০ মিনিট নাগাদ ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়, সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন কয়েকটি বাড়িতে।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকল ও পুলিশের খবর দেওয়া হয়। কিন্তু, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল অনেক দেরিতে আসে। তাই আগুনের গ্রাসে চলে যায় স্থানীয় কয়েকটি বাড়ি। পরে দমকলের কয়েকটি ইঞ্জিন এসে দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে এনেছে। আগুন নেভানোর কাজে হাত লাগায় সেনাবাহিনীও। আগুন এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে, ভস্মীভূত হয়ে গিয়েছে ৫টি বাড়ি ও একটি ফার্নিচারের ফ্যাক্টরি।