রাজগড়, ৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যার অভিযোগে রবিবার মামলা দায়ের করেছে পুলিশ। মাসখানেক আগে রাজগড় জেলার ভোজপুর থানা এলাকার হরিপুরা গ্রামের বাসিন্দা ২৩ বছর বয়সী এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। রবিবার, তদন্তের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীর বিরুদ্ধে হয়রানি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে।
রবিবার পুলিশ জানায়, গত ২রা নভেম্বর হরিপুরা গ্রামের বাসিন্দা ২৩ বছর বয়সী কালিবাই তানওয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী তাঁকে মানসিক নির্যাতন করতেন, সেটা সহ্য করতে না পেরে মহিলা আত্মহত্যা করেছেন।।পুলিশ অভিযুক্ত স্বামী হীরালাল তানওয়ারের বিরুদ্ধে ৩০৬, ৪৯৮এ ধারায় মামলা দায়ের করেছে।

