নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : দেশে শুধু মোদীর গ্যারান্টি কাজ করছে, বলে এদিন মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির নেতা-মন্ত্রীরা। রবিবার দেশের চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতা-মন্ত্রীরা এদিন বলেন, ‘দেশে একটিই গ্যারান্টি রয়েছে এবং তা হল মোদীর গ্যারান্টি’।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি এগিয়ে রয়েছে এবং তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে কংগ্রেস। পঞ্চম রাজ্য মিজোরামে ভোট গণনা হবে সোমবার। এরই মধ্যে, বিজেপির তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালভিয়া এক্স-এ পোস্ট করে লিখেছেন, ‘মোদীর গ্যারান্টি।’ ধুতি ও কুর্তা পরা প্রধানমন্ত্রী মোদীর ছবি পোস্ট করে মালব্য লিখেছেন- ‘দেশে একটাই গ্যারান্টি আর সেটা হল মোদীর গ্যারান্টি।’

