নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের ফলাফল গ্রহণযোগ্য, বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি রবিবার জানান, তিনি তিনটি রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়) কংগ্রেসের পরাজয় মেনে নিয়েছেন। রাহুল রবিবার এক্স-এ পোস্ট করে লেখেন, “আমি বিনীতভাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের পরাজয় মেনে নিচ্ছি। তবে আদর্শের লড়াই চলবে”। রাহুল বলেন, তেলেঙ্গানার জনগণকে অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই তেলঙ্গানা নিয়ে আমাদের প্রতিশ্রুতি পূরণ করব। কংগ্রেস দলের কর্মীদের কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তাঁর বিবৃতিতে বলেন, ঠিক ২০ বছর আগে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। সেইসময় আমরা শুধুমাত্র দিল্লিতে জয়লাভ করেছিলাম, কিন্তু কয়েক মাসের মধ্যেই কংগ্রেস শক্তিশালী দল হিসেবে প্রত্যাবর্তন করেছিল এবং লোকসভা নির্বাচনে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল। তারপর কংগ্রেস কেন্দ্রে সরকার গঠন করেছিল। জয়রাম রমেশ জানান, ভারতীয় জাতীয় কংগ্রেস আশা, বিশ্বাস, ধৈর্য এবং সংকল্প নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে।