ত্রিপুরা-১৮০ & ২৮৭/৭
গোয়া-২১৫
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। ঘুরে দাড়ালো ত্রিপুরা। ব্যাটসম্যানদের হাত ধরে। এখন লক্ষ্য থাকবে শেষ দিনে বোলারদের দিকে। বোলাররা যদি জ্বলে উঠতে পারে তাহলে মরশুমে প্রথম জয় পাবে ত্রিপুরা। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। গোয়ার পানজিম ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা এগিয়ে রয়েছেন ২৫২ রানে। ত্রিপুরার প্রথম ইনিংসে ১৮০ রানের জবাবে স্বাগতিক গোয়া ২১৫ রান করেছিলো। ৩৫ রানে পিছিয়ে থেকে তৃতীয দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান করে।রাজ্যদলের পক্ষে দেবাংশু দত্ত, সপ্তজিৎ দাস এবং প্রীতম দাস অর্ধশতরান করেন। সোমবার শেষ দিনে দ্রুত আরও কিছু রান তুলে সরাসরি জয়ের জন্য ঝাপাবে ত্রিপুরা। দ্বিতীয় দিনের কোনও উইকেট না হারিয়ে ৪২ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরা রবিবার ৯৬ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান করে। দুই ওপেনার দ্বীপজয় দেব এবং দেবাংশু দত্ত ওপেনিং জুটিতে ১৩৮ বল খেলে ৮৪ রান যোগ করেন। দবীপজয় ৭৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪১ রান করে আউট হওয়ার পর আবারও ব্যর্থ হয়েছেন দীপঙ্কর ভাটনাগর (৯)। ওই অবস্থায় দেবাংশু এবং প্রীতম দাস রুখে দাড়ান। এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দেবাংশু ১১৯ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করেন। চতুর্থ উইকেটে প্রীতমের সঙ্গে রুখে দাড়ান সপ্তজিৎ দাস। শুরু হয় পাল্টা প্রতিরোধ। ঠান্ডা মাথায় দুজন এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। ওই জুটি ২৭৪ বল খেলে ১৩৮ রান যোগ করেন। প্রীতম ১৮২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করেন। শেষ পর্যন্ত তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান করে। সপ্তজিৎ ১৪৯ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৮২ রানে অপরাজিত থেকে যান। গোয়ার পক্ষে শ্রীভাঙ্ক দেশাই ২৭ রান দিয়ে ৩ টি এবং পুনডেলিক নাইক ৬২ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। সোমবার সপ্তজিতের শতরানের জন্য সম্ভবত অপেক্ষা করবে রাজ্যদল। এরপরই ইনিংসের সমাপ্তি ঘোষনা করে সরাসরি জয়ের জন্য ঝাপাবে।