ফতেহপুর, ৩ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার একটি ট্রাক্টর উল্টে খাদে পরে গিয়েদু’জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ফতেহপুর জেলার মালওয়ান থানা এলাকায় ট্র্যাক্টরটি উল্টে খাদে পড়ে গেলে দুইজনের মৃত্যু হয়, এবং দু’জন আহত হন। স্টেশন হাউস অফিসার (এসএইচও) মুকেশ কুমার সিং বলেন, রবিবার সকাল ১০টার দিকে সানগাঁও-আদমপুর সড়কের নাসিরপুর-বেলওয়াড়া গ্রামের কাছে ট্রাক্টর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে যে দুজনের মৃত্যু হয়েছে তাঁদের নাম রাম কুমার(২৫) এবং সুরজ(২৭)। মৃতরা দিনমজুরি হিসাবে কাজ করতেন।