নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ১ ডিসেম্বর : বিশ্ব এইডচ দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এদিন গণ্ডছাড়া মহকুমাতেও এইডস দিবস উপলক্ষ্যে এক রেলি অনুষ্ঠিত হয়। বিশ্বএইডস দিবস উপলক্ষে গন্ডাছড়া মহকুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর এনএসএস ইউনিটির উদ্যোগে এবং গণ্ডাছড়া মহকুমা স্বাস্থ্য দপ্তর এর উদ্যোগে এক বিশাল রেলি অনুষ্ঠিত হয়। এই রেলীটি গন্ডাছড়া মহকুমা হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহকুমার বাজার পরিক্রমা করে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এসে সমাপ্ত হয়।
এই রেলির মাধ্যমে এদিন এইডসকে ঘিরে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। এই রোগে আক্রান্ত হলে কুসংস্কারের আবরণ থেকে নিজেকে সরিয়ে এনে ডাক্তারের পরামর্শ নিতে আহ্বান জানানো হয়েছে প্রত্যেককে।

