কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.): নামার পরিবর্তে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে এখন ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। নিখোঁজ হয়ে গিয়েছে ঠান্ডা। অনুভূত হচ্ছে গরম। দেখতে দেখতে ডিসেম্বর মাসও এসে গেল, এখনও সেভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গে শীতের আগমণ বারবার বাধা পড়ছে কোনও না কোনও কারণে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে শুক্রবারই গভীর নিম্নচাপ হবে। রবিবার বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার ফলে দেখা দিতে পারে দুর্যোগ। ডিসেম্বরের এই ঘূর্ণিঝড়ের নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম। আগেভাগেই তা নিয়ে সতর্ক আবহাওয়া দফতর। রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় যেহেতু তৈরিই হয়নি, তাই কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর।