গোয়ালিয়র, ১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে বিজেপি। এমনই আশা ব্যক্ত করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। তিনি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলও তুলে ধরেছেন। শিবরাজের আশা, মধ্যপ্রদেশে এবার বিজেপিই জিতবে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর, রবিবার।
শুক্রবার গোয়ালিয়রে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডাকে এদিন স্বাগত ও অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। পরে শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম এবং জনগণের ভালবাসা ও আশীর্বাদের কারণে, এছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির কারণে, যেমন গরীব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মধ্যপ্রদেশ সরকারের প্রকল্প যেমন লাডলি বেহনা যোজনা, লাডলি লক্ষ্মী যোজনা। বিজেপি মহিলাদের হৃদয়ে একটি বিশেষ স্থান তৈরি করেছে…বিজেপি আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবে।”