নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ ডিসেম্বর : প্রশাসনিক কাজের কর্মসূচীতে ব্রাত্য রামচন্দ্রঘাটের বিরোধী দলীয় বিধায়ক রণজিৎ দেববর্মা। প্রতিবাদে খোয়াই- মোহনপুর -আগরতলা সড়ক অবরোধ করা হয়েছে। জেলা ও মহকুমা প্রশাসন সহ স্থানীয় ব্লকের কোন কাজের কর্মসূচীতেই ডাকা হয়না রামচন্দ্রঘাটের বিরোধী দলীয় বিধায়ককে। এমনই অভিযোগ। প্রশাসনের প্রশাসনিক কোন কাজের ডাক পড়ে না তার।
ব্লকের বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধাভোগীদের নামের তালিকা নির্বাচন করার প্রক্রিয়াও যুক্ত করা হয়না নির্বাচিত স্থানীয় বিধায়ককে। ব্রাত্য রাখা হয় বিভিন্ন সরকারী অনুষ্ঠানেও।
খোয়াই মহকুমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রেও নির্বাচিত বিধায়ক বিরোধী দলের। তিনি তিপ্রা মথা দল থেকে ২০২৩ সালের নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন। সব ধরনের সরকারী কর্মসূচীতেই তিপ্রা মথা দলের নির্বাচিত বিধায়ক রঞ্জিত দেববর্মাকে ডাকা হয়না।সরকারী অনুষ্ঠানগুলোতে তাকেও ব্রাত্য রাখা হয়।
প্রশাসনের এরকমের দলদাসের মতো একপেশে ভূমিকায় তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন। তারই পরিণতিতে শুক্রবার বিধায়ক রঞ্জিত দেববর্মা নিজেই দলের স্থানীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষদের নিয়ে রাস্তায় নামেন।
সকাল আটটা থেকে বিধায়ক নিজে সক্রিয়ভাবে উপস্থিত থেকে ১০৮বি খোয়াই— মোহনপুর— আগরতলা জাতীয় সড়ক অবরোধ।করেন।ফলে কয়েক ঘন্টার জন্য এই সড়কে মারাত্মক যানজটের সৃষ্টি হয়।পদ্মবিলের নাগর সর্দার পাড়া স্কুলের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করে চলে অবরোধ কর্মসূচি।ফলে সড়কের দুই দিক দিয়ে আটকে পড়ে যাত্রীবাহী শত শত ছোট বড় যানবাহন।দুর্ভোগ চরমে উঠে যাত্রী সাধারণ্যের।
অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন বিধায়ক রঞ্জিত দেববর্মা নিজেই।এসময় সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় ক্ষোভের সাথে বিধায়ক জানান, জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের কোন সরকারী কর্মসূচী বা কোন সরকারী অনুষ্ঠানে ভুলেও ডাক পড়ে না উনার। কোন সরকারী দপ্তরের কোন অনুষ্ঠানেই তিনি ডাক পাননা।এমনকি তার নিজের বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত পদ্মবিল ব্লকের কোন কাজেই ব্লকের বিডিও তাকে ডাকেন না। ঘটনায় গোটা মহকুমায় মিশ্র ভূমিকা সৃষ্টি হয়েছে।

