স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এসে সদ্যজাত দুই শিশুকন্যার নাম রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩০ নভেম্বর : স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এসে সদ্যজাত দুই শিশুকন্যার নাম রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল। ওই সদ্যজাত দুই শিশুকে লক্ষ্মী ও সরস্বতী নাম দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।  

উল্লেখ্য, ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেল ত্রিপুরা সফরে এসেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন তিনি।  হাসপাতলে থাকা ২ সদ্যজাত যমজ সন্তানকে দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। দীর্ঘক্ষণ কথা বলেন শিশুর মায়ের সঙ্গে। তখনই ওই সদ্যজাত দুই শিশুর নাম রাখেন লক্ষী ও সরস্বতী। তাদের হাতে তুলে দিলেন ৫০০ টাকাও।

জানা গেছে, ওই প্রসূতি মহিলা ঝাড়খণ্ডের নিবাসী। স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করেন তিনি। প্রতিমন্ত্রী এদিন বাচ্চাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে পরামর্শ দিয়েছেন।

এইদিন  ফটিকরায় প্রাথমিক হাসপাতালের যাবতীয় ব্যবস্থা দেখে  হন সন্তুষ্টি প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ড ঘুরে দেখেছেন প্রতিমন্ত্রী। উনাকে স্বাগত জানাতে ফুলের তোরা এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছেন হাসপাতালের আশাকর্মীরা।
উনার এইদিনের পরিদর্শন সঙ্গী ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং মন্ত্রী সুধাংশু দাস, জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *