হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): নিজে ভোট দিলেন এবং রাজ্যবাসীকেও ভোট দেওয়ার আহ্বান জানালেন তেলেঙ্গানার মন্ত্রী ও ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক কে টি রামা রাও। বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের বানজারা হিলসের নন্দী নগরে ভোট দিয়েছেন কে টি রামা রাও, ভোট দিয়েছেন তাঁর স্ত্রী শৈলিমাও। ভোট দেওয়ার পর কে টি রামা রাও বলেছেন, তেলেঙ্গানার বাসিন্দা হিসেবে নিজ দায়িত্ব পালন করেছি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে টি রামা রাও বলেছেন, “তেলেঙ্গানার বাসিন্দা হিসেবে আমি নিজের দায়িত্ব পালন করেছি। আমি উন্নতির জন্য ভোট দিয়েছি, আমি আমার রাজ্যের জন্য ভোট দিয়েছি। আমি তাঁদের ভোট দিয়েছি যারা রাজ্যকে প্রগতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে। আমি তেলেঙ্গানার সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানাই, আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।”

