বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে : নাড্ডা

গৌতম বুদ্ধ নগর, ৩০ নভেম্বর (হি.স.): বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময়ে নাড্ডা বলেছেন, “আমি আপনাদের সবাইকে এই বিকশিত ভারত সংকল্প যাত্রায় স্বাগত জানাই! গত ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুন্তি জেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংকল্প যাত্রার সূচনা করেছিলেন। এই যাত্রার মাধ্যমে আমরা আরও বেশি করে গ্রাম পঞ্চায়েতে পৌঁছনোর চেষ্টা করব।”

নাড্ডা বলেছেন, “দেশে প্রায় ৩,৬০০টি পৌরসভা, সিটি কাউন্সিল ইত্যাদি রয়েছে, আমরা সেখানেও পৌঁছতে হবে। এই যাত্রা শেষ হবে ২৫ জানুয়ারি। আমাদের সমস্ত সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়ক, পৌরসভার সদস্যরা এতে অংশ নেবেন।” নাড্ডা আরও বলেছেন, “এই যাত্রায় আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই সংকল্প যাত্রার মাধ্যমে, আমরা সেই সমস্ত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করব এবং জানাব যারা নিজেদের উন্নতি ও মঙ্গলের জন্য মোদীজির দেওয়া সুযোগ-সুবিধা সম্পর্কে জানেন না।”