দলবিরোধী কাজের অভিযোগে বিজেপির প্রাক্তন বিধায়ক বহিস্কৃত

আগরতলা, ৩০ নভেম্বর: দলবিরোধী কাজের অভিযোগে বিজেপির প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ বিজেপির আমন্ত্রিত সদস্য অরুণ চন্দ ভৌমিককে বহিস্কার করা হয়েছে।

আজ প্রদেশ বিজেপির তরফ থেকে বিজ্ঞপ্তী জারি করে একথা জানিয়েছে। দলবিরোধী কাজের অভিযোগে ছয় বছরের জন্য বিজেপির প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিককে বহিষ্কার করা হয়েছে।