সিপিআই(এম) সর্বভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে গন্ডাছড়ায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৩০ নভেম্বর : সিপিআই(এম) সর্বভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি গন্ডাছড়া মহকুমার আর ডি ব্লকের  ভিডিওর হাতে তুলে দিয়েছেন। এই পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল এমএম  রেগার কাজ ২০০ দিনের কাজের শ্রম বৃদ্ধি করতে হবে,  রেগার কাজের মজুরি ৬০০ টাকা করতে হবে কাজ শেষ হলে সাথে সাথে মজুরি প্রদান করতে হবে,, নিয়মিত বৃদ্ধ ভাতা দিতে হবে ,এবং নতুন করে আরো নিয়োগ করতে হবে।

 বৃহস্পতিবার গণ্ডাছাড়া মহকুমা সবচেয়ে বড় সাপ্তাহিক বাজার গন্ডাছড়া মহকুমা। লাল পতাকার মিছিল বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডুমুর নগর আর ডি ব্লক ব্লকের ভিডিওর হাতে পাঁচ দফা স্মারকলিপি তুলে দিয়েছেন।

এই মিছিলে ছিলেন রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা ৪৪ রাইমাভ্যালির প্রাক্তন বিধায়ক তথা রাজ্য কমিটির অন্যতম সদস্য ললিত মোহন ত্রিপুরা, পার্টির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুর, গণআন্দোলনের অন্যতম সদস্য সুমতি রঞ্জন চাকমা, নারী নেত্রী  সভাপতি গন্ডাছড়া সিপিআইএম পার্টির দর্শরাণী ত্রিপুরা এবং ধলাই জেলার নারীনেত্রী অর্চনা দাস।
এদিন বাম নেতৃত্বরা বলেন, এমনিতে গন্ডাছড়া মহকুমার রেগার কাজ সঠিকভাবে হচ্ছে না।অধিকাংশই মানুষ দরিদ্র সীমার নিচে বসবাসকারী রেগার কাজ এবং জুম চাষের উপর নির্ভরশীল। দেখা যায় যে,  সঠিকভাবে করা হচ্ছে না। কাজ হলেও হাজিরা পান না রেগার শ্রমিকেরা।  কাজ নিয়ে চলছে দলবাজি বলে অভিযোগ করেছেন তারা। দাবিগুলো পূরন না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *