বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক

আগরতলা, ৩০ নভেম্বর : বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক যুবক। কৈলাশহর রাংরুং এলাকায় স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে পাঠিয়েছে। দমকলবাহিনীরা আহত যুবককে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

জানা গিয়েছে, আজ সকালে সুজিত মন্ডল (২৩ ) নামেএক যুবক ডাব্লউবি৫৪টি৮৩৪৪ নম্বরের বাইক নিয়ে রাংরুং এলাকায় যাচ্ছিলেন। আর সেখানে যাবার পরেই ঘটে দুর্ঘটনা। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে উল্টে রাস্তার মধ্যে পড়ে যায় সুজিত মন্ডল। যার ফলে সে দুর্ঘটনার কবলে পরে এবং গুরুতরভাবে আহত হয়. তারপর স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমায় এবং খবর পাঠায় কৈলাশহর দমকল বাহিনীকে। জানা গিয়েছে যে সুজিত মন্ডল পোস্ট অফিসে চাকুরি করে। তবে সে কৈলাশহরে কোথায় কর্মরত রয়েছে তা এখনো জানা যায়নি।