ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ কেরালা। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট মাঠে হবে ম্যাচটি। বিজয় হাজার ট্রফি ক্রিকেটে। আসরে ৩ ম্যাচ খেলে ২ দলই দুটি করে ম্যাচে জয় পেয়েছে। শেষ দুই ম্যাচে ব্যাটসম্যান-রা রান পাওয়ায় কিছুটা স্বস্তি ত্রিপুরার শিবিরে। তবে স্বস্তির মধ্যে দুশ্চিন্তা ওপেনার পল্লব দাসকে নিয়ে। টানা ৩ ম্যাচে ব্যর্থ পল্লবকে কেরালা ম্যাচে দলে রাখার সম্ভাবনা কম। পল্লবের পরিবর্তে দলের হয়ে কে গোড়াপত্তন করবে তা আগামীকাল সকালে ম্যাচের আগে ঠিক করা হবে। মঙ্গলবারে হাল্কা অনুশীলন সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা। কেরালার বিরুদ্ধে জয় পেলে ত্রিপুরা এগিয়ে যাবে অনেকটাই, দাবি টিম ম্যানেজমেন্টের। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয় টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাট নেবে। এবং চেষ্টা করবে বড় স্কোর গড়ে কেরালাকে চাপে ফেলে দিতে। দলনায়ক ঋদ্ধিমান সাহা এখনও রানে ফিরেননি। প্রতি ম্যাচেই নীচের দিকে নামছেন। শক্তিশালী কেরালার বিরুদ্ধে দায়িত্ব নিতে হবে প্রাক্তন ভারতীয় দলের ওই উইকেট রক্ষকটিকে। এছাড়া দল তাকিয়ে থাকবে সুদীপ চ্যাটার্জি, সতীশ গনিশ, বিক্রম কুমার দাস এবং রজত দে-র দিকে। বল হাতে ত্রিপুরা তাকিয়ে থাকবে গেলো ম্যাচে ৫ উইকেট নেওয়া কোনাবন প্লে সেন্টারের জয়দেব দেব -এর দিকে। এছাড়া রয়েছেন রাণা দত্ত, মণিশঙ্কর মুড়া সিং এবং অভিজিৎ সরকার।
2023-11-29