কোচবিহার ট্রফি খেলতে ত্রিপুরার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা এখন গোয়ায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। ত্রিপুরার ক্রিকেটাররা এখন গোয়ায়। দুপুরের বিমানে গোয়ায় পৌঁছে হোটেলে উঠে বিকেলে কিছুটা ওয়ার্ম-আপ করে নিয়েছে। তবে তেমন ভারী প্র্যাকটিসে ব্যস্ত হয়নি কেউই। কোচবিহার ট্রফিতে ত্রিপুরার পরবর্তী ম্যাচ গোয়ার বিরুদ্ধে। খেলা নর্থ গোয়ায় পানজিম জিমখানা গ্রাউন্ডে। খেলা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। গ্রুপ লীগে তৃতীয় ম্যাচ। পরপর দুই ম্যাচে ইনিংসে হেরে গ্রুপ লিগে একেবারে সর্বশেষ স্থানে ত্রিপুরা রয়েছে। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে চার দিনের ম্যাচে এ ধরনের ট্র্যাডিশনাল পরাজয় ত্রিপুরার খেলোয়াড়, কোচ এমন কি রাজ্যের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও এখন আর কোনও প্রভাব পড়ে না। এলিট গ্রুপে খেলছে। ইনিংস সহ বিশাল রানের ব্যবধানে হেরে ঘরে ফেরার মধ্য দিয়ে নিজেদের ক্যারিয়ারে জাতীয় ক্রিকেটের অংশগ্রহণের সংখ্যা বাড়ানোটাই এখন মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। বলা বাহুল্য, ত্রিপুরার প্রতিপক্ষ গোয়াও এখন পর্যন্ত সমপর্যায়ে রয়েছে। দুটো ম্যাচ খেলে নিয়েছে। তবে কোনও পয়েন্ট এখনও পায়নি। প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে ইনিংস সহ বারো রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে চন্ডিগড় এর কাছে চার উইকেটে পরাজিত হয়েছে। উল্লেখ্য, গ্রুপে বিদর্ভ কিন্তু পরপর দুটি ম্যাচে ইনিংস সহ জয় ছিনিয়ে পুরো ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় শীর্ষে চন্ডিগড় দুই ম্যাচ থেকে ১৩ পয়েন্ট পেয়ে।