নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.) : মন্ত্রিসভার বৈঠকে টানেল উদ্ধার অভিযান নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী খুবই আবেগপ্রবণ ছিলেন বলে বুধবার মন্তব্য করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উত্তরাখণ্ড টানেল উদ্ধার মিশন নিয়ে আলোচনা হয়। সিল্কিয়ারা টানেল থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধারের বিষয়টিকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “খুব আবেগপ্রবণ” ছিলেন বলে বুধবার জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
কেন্দ্রীয় মন্ত্রিসভা গৃহীত সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের তিনি বুধবার বলেন, বিয়ষটির দিকে “পুরো সরকারী” দৃষ্টিভঙ্গি ছিল এবং প্রতিটি জীবন বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছিল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রচারে থাকা অবস্থায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ বিভিন্ন উৎস থেকে দিনে অন্তত দুবার টানেল সংক্রান্ত বিষয়ে আপডেট পেতেন।