নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা ভি সেন্থিল বালাজিকে জামিন দিল না সুপ্রিম কোর্ট। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন বালাজি, কিন্তু মঙ্গলবার শীর্ষ আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেনি। সর্বোচ্চ আদালত জানিয়েছে, বালাজির পরিস্থিতি খুব গুরুতর বলে মনে হচ্ছে না, ট্রায়াল আদালতে তিনি নিয়মিত জামিনের আবেদন জানাতে পারেন। এরপর সুপ্রিম কোর্ট থেকে জামিনের আর্জি প্রত্যাহার করেছেন ডিএমকে নেতার আইনজীবী।
অর্থ তছরুপ মামলায় তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি, কিন্তু মঙ্গলবার শীর্ষ আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেনি। সর্বোচ্চ আদালত জানিয়েছে, ট্রায়াল আদালতে তিনি নিয়মিত জামিনের আবেদন জানাতে পারেন। এরপর সুপ্রিম কোর্ট থেকে জামিনের আর্জি প্রত্যাহার করেছেন ডিএমকে নেতার আইনজীবী।