উত্তরকাশির উদ্ধারকাজ নিয়ে ফের পুষ্করের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, সমস্ত কথা শুনলেন মোদী

নয়াদিল্লি ও উত্তরকাশি, ২৮ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতি এবং ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে মঙ্গলবার পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীকে মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া সমস্ত শ্রমিকদের নিয়মিত খাবার পাঠানো হচ্ছে। চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গেও সব কর্মীদের সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ভিতরে আটকে পড়া শ্রমিকদের পরিবারের সঙ্গেও কথাবার্তা চলছে।

মুখ্যমন্ত্রী ধামি প্রধানমন্ত্রীকে আরও জানিয়েছেন, এসডিআরএফ দ্বারা প্রতিষ্ঠিত যোগাযোগ সেটআপের পাশাপাশি, বিএসএনএল দ্বারা টেলিফোন যোগাযোগ সেটআপও প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ঘটনাস্থলে এসডিআরএফ, এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসকের দলও রয়েছে। সব আধিকারিককে ২৪ ঘণ্টা তৎপর অবস্থায় রাখা হয়েছে।