পাইপ বসানোর কাজ শেষ, সুড়ঙ্গ থেকে শীঘ্রই উদ্ধার করা হবে শ্রমিকদের, জানালেন পুষ্কর ধামি

উত্তরকাশি, ২৮ নভেম্বর (হি.স.): পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে, খুব শীঘ্রই উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হবে শ্রমিক। মঙ্গলবার দুপুরে এক্স মাধ্যমে এই সুসংবাদ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। ইঁদুরের মতো গর্ত খুঁড়ে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছিল। সেই মাইক্রোটানেল খননের কাজ শেষ হল। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তার পরেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবেন ৪১ জন শ্রমিক। তাঁদের পরিবারকে প্রশাসনের বার্তা, ‘‘প্রস্তুত থাকুন’’। গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশির সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলছে উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছে অন্য উপায়ে উদ্ধারকাজ। সুড়ঙ্গের বাইরে প্রশাসনের পাশাপাশি অপেক্ষায় রয়েছে শ্রমিকদের পরিবার। মঙ্গলবার তাদের প্রশাসন প্রস্তুত থাকার কথা জানাল। বলল, ‘‘প্রস্তুত থাকুন। শ্রমিকদের ব্যাগপত্র, জামাকাপড় তৈরি রাখুন।’’ এরপর দুপুরে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, “পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে, খুব শীঘ্রই উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হবে শ্রমিক।” প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হবে শ্রমিকদের। সুড়ঙ্গের বাইরে আসছে একের পর এক অ্যাম্বুল্যান্স। তাতে চাপিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হবে শ্রমিকদের। সেখানে চলবে চিকিৎসা। এত দিন সুড়ঙ্গের ভিতরে রোজ তাঁদের পাঁচ ঘণ্টা করে কাউন্সেলিং চলেছে। পাশাপাশি বাইরে থেকে চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *